আজ শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলেল শ্রদ্ধায় ফকির আলমগীরকে শেষ বিদায়

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ২৪, ২০২১, ০২:১১ অপরাহ্ণ
ফুলেল শ্রদ্ধায় ফকির আলমগীরকে শেষ বিদায়
শেয়ার করুন/Share it

ফুলেল শ্রদ্ধায়, অশ্রুসিক্ত নয়নে, শত শত সহকর্মী, ভক্ত-অনুরাগীরা শেষ বিদায় জানালেন কিংবদন্তি গণশিল্পী ফকির আলমগীরকে।

আজ শনিবার বেলা ১২টার সময় গণসংগীতশিল্পী ফকির আলমগীরের মরদেহ নেওয়া হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে।

সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে। ফকির আলমগীরকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে সেখানে এসেছেন তার স্বজন, সহকর্মী, ভক্তসহ সাধারণ মানুষ। তার ছেলে মাশুক আলমগীর রাজীব জানান, বাবাকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আনা হয়েছে। তার আগে বেলা ১১টার দিকে খিলগাঁওয়ের পল্লীমা সংসদে ‘গার্ড অব অনার’ দেয়া হয়। সেখানেই প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় জানাজা হবে খিলগাঁও চৌধুরীপাড়া মাটির জামে মসজিদে। সবশেষ বাদ জোহর তালতলা কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

এর আগে গতকাল রাত ১০টা ৫৬ মিনিটে মারা যান ফকির আলমগীর। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৫ জুলাই মধ্যরাত থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন ফকির আলমগীর। ১৮ জুলাই চিকিৎসকেরা তাকে ভেন্টিলেশন সাপোর্ট দেয়। জানা গেছে, ১৪ জুলাই ফকির আলমগীরের করোনাভাইরাস পজিটিভ ফল আসে। এরপর চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

সিলেটের বার্তা ডেস্ক


শেয়ার করুন/Share it
আরও পড়ুন:  দেশে উনিশ দিন পর ২০০'র নিচে মৃত্যু
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১