আজ মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সিলেটে টিসিবির পণ্য কেনতে ভিড়: স্বাস্থ্যবিধির বালাই নেই

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ২৭, ২০২১, ০৩:০৩ অপরাহ্ণ
সিলেটে টিসিবির পণ্য কেনতে ভিড়: স্বাস্থ্যবিধির বালাই নেই

সিলেটে টিসিবির পণ্য কেনতে ভিড়

শেয়ার করুন/Share it

সিলেটে টিসিবির পণ্য কিনতে গাদাগাদি করে লাইনে অবস্থান নিয়েছেন ক্রেতারা। মুখে মাস্ক থাকলেও নেই সামাজিক দূরত্ব।

আজ মঙ্গলবার (১৭ জুলাই) দুপুরে সিলেট নগরীর পুলিশ লাইনের এই দৃশ্য দেখে মনে হয় না কঠোর লকডাউন চলছে।

নিরাপদ শারীরিক দূরত্ব বজায় না রেখেই লাইনে দাঁড়িয়ে পণ্য কিনছে সাধারণ মানুষ। একই সঙ্গে পণ্য কিনতে এসেছে টিসিবির অব্যবস্থাপনায় পণ্য না পাওয়ার অনিশ্চয়তা ও মারামারিসহ বিভিন্নভাবে হয়রানির স্বীকার হচ্ছে নিম্ন আয়ের ভোক্তারা।

টিসিবির ট্রাক সেলে কম দামে পণ্য কিনতে নিম্ন আয়ের নগরবাসী হুমড়ি খেয়ে পড়ছেন। মহামারি করোনার ভয়েও পরিবারের সামান্য প্রয়োজনীয় পণ্যটি কিনতে কঠোর বিধিনিষেধ মধ্যেও ন্যায্য মূল্যে পণ্য কিনতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন নিম্ন আয়ের সাধারণ মানুষ। লাইনে দাঁড়িয়ে অনেকে স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না। এমনকি নিরাপদ শারীরিক দূরত্ব বজায় না রেখেই অনেকেই লাইনে দাঁড়িয়ে পণ্য কিনতে দেখা গেছে। তাদের কেউ করোনায় চাকরি হারিয়েছেন, কারও কমেছে আয়ের সুযোগ। সংসারের খরচ মেটাতে যখন হিমশিম খেতে হচ্ছে মাসের পর মাস। তখন সুলভ মূল্যের পণ্য নিয়েই ঘরে ফিরতে চান স্বল্প আয়ের মানুষেরা।

সিলেটের বার্তা ডেস্ক


শেয়ার করুন/Share it
আরও পড়ুন:  যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণ গেল সিলেটি গৃহবধূর
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১