আজ মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে রেকর্ড সংখ্যক শনাক্তের দিনে ৭ জনের মৃত্যু

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ২৭, ২০২১, ১১:৪৮ অপরাহ্ণ
সিলেটে রেকর্ড সংখ্যক শনাক্তের দিনে ৭ জনের মৃত্যু
শেয়ার করুন/Share it

সিলেটে আজ মঙ্গলবার (২৭ জুলাই) রেকর্ড সংখ্যক ৭০৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

একই সময়ে ৭ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে।

ইতোপূর্বে এত সংখ্যক শনাক্তের সংখ্যা আগে দেখেনি সিলেট।

বিষয়টি সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২৭ জুলাই) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়, নতুন শনাক্ত ৭০৮ জন নিয়ে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৩৬ হাজার ৯১৮ জনে।

যাদের মধ্যে সিলেট জেলায় ২০ হাজার ৫১২ জন, সুনামগঞ্জে ৪ হাজার ২০৬ জন, হবিগঞ্জ জেলায় ৪ হাজার ২৯৩ জন, মৌলভীবাজারে ৪ হাজার ৮৮২ জন ও এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ২৫ জন।

নতুন করে শনাক্ত হওয়া ৭০৮ জন জনের মধ্যে ৩৫৪ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগে সুনামগঞ্জ জেলার ১২০ জন, হবিগঞ্জের ৬৬ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ১০৬ জন।

এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬২ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে।

এদিকে সিলেট বিভাগে নতুন করে মৃত্যুবরণ করা ৭ জনের মধ্যে ৬ জনই সিলেট জেলার ও একজন হবিগঞ্জ জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা ৬৩৮ জন। এর মধ্যে সিলেট জেলার ৫০৭ জন, সুনামগঞ্জে ৪৭ জন, হবিগঞ্জে ৩০ জন, মৌলভীবাজারের ৫৩ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একজন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৬ জন, ১৫ জন সুনামগঞ্জে, হবিগঞ্জ জেলার ৪ জন, মৌলভীবাজারে ২ জন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৮০ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৫৬ জন, সুনামগঞ্জে ৬৯ জন, হবিগঞ্জে ২৫ জন ও মৌলভীবাজারে ৩০ জন ভর্তি রয়েছেন।

আরও পড়ুন:  চাটাই-চাপাতি নিয়ে ক্রেতাদের অপেক্ষায় তারা

একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ৩৭৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন।

সিলেটের বার্তা ডেস্ক


শেয়ার করুন/Share it
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০