আজ শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রাতে শাবি শিক্ষার্থীদের মশাল মিছিলে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২০, ২০২১, ১২:২৫ পূর্বাহ্ণ
রাতে শাবি শিক্ষার্থীদের মশাল মিছিলে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মশাল মিছিল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শেয়ার করুন/Share it

কুমিল্লা, নোয়াখালী, সিলেট, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের উপর হামলা,পূজা মণ্ডপ ভাংচুর-অগ্নিকান্ড ও সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মশাল মিছিল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের মুল ফটকের সামনে থেকে মশাল মিছিল বের করে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থীরা। মিছিলটি সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকা ঘুরে পুনরায় বিশ্ববিদ্যালয় মুল ফটকের সামনে এসে এক সমাবেশে মিলিত হয়।

এসময় মিছিলে ‘সারাদেশে আগুন জ্বলে প্রশাসন কি করে?’, ‘সন্ত্রাসবাদের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ‘মৌলবাদের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘মৌলবাদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘ধর্মের নামে অজ্ঞতা বন্ধ কর, করতে হবে’, ‘জানমালের নিরাপত্তা দিয়ে দাও, দিতে হবে’, ‘সোনার দেশের সোনার ছেলে সহিংসতা কোথায় পেলে?’, ‘ সাম্প্রদায়িক সন্ত্রাস বন্ধ কর, করতে হবে’, ‘সাম্প্রদায়িক বিভেদ ভুলো, সমাধানের আওয়াজ তোল’ ইত্যাদি শ্লোগান দিয়ে নগরীর সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল পরবর্তী সমাবেশে শিক্ষার্থীরা সংখ্যালঘুদের উপর হামলাকারীদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা।

সিলেটের বার্তা ডেস্ক


শেয়ার করুন/Share it
আরও পড়ুন:  আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ মন্ত্রীসভার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১