আজ শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বালাগঞ্জে শিক্ষার্থীদের বাড়ি ভাঙছেন প্রার্থীরা!

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২০, ০৮:২৪ অপরাহ্ণ
বালাগঞ্জে শিক্ষার্থীদের বাড়ি ভাঙছেন প্রার্থীরা!
শেয়ার করুন/Share it

বালাগঞ্জ থেকে এম এ কাদির:: বালাগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্টান দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের (গভর্নিং বডি) নির্বাচন ২২ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে। বিভিন্ন কারনে এই নির্বাচন নিয়ে সরগরম হয়ে উঠছে নির্বাচনী মাঠ দেওয়ান বাজার ইউনিয়ন ও আশে পাশের এলাকা কারা নির্বাচিত হচ্ছেন কাদেরদারা বিদ্যালয়ের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে এরকম ননা হিসাব কষছেন অভিভাবক সহ সচেতন মহল।
আসন্ন নির্বাচনে ৫ টি পদে ১১ জন প্রার্থী হয়েছেন প্রার্থীরা ছাত্র ছাত্রীদের বাড়ি বাড়ি গণসংযোগ করছেন নানাভাবে অভিভাবকদের সমর্থন ও সহানুভূতি আদায়ের চেষ্টা চালিয়েছেন। শনিবার অভিভাবকরা তাদের চূড়ান্ত রায় দিয়ে
আগামী দুই বছর প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য অভিভাবক প্রতিনিধি নির্বাচন করবেন।স্কুল শাখা হতে অভিভাবকের ২ টি পদে প্রার্থী হয়েছেন ৫ জন মোঃ আতিকুর রহমান, তজম্মুল আলী,
শফিকুল হক চৌধুরী, , তাহির উদ্দিন, জাহিদুল ইসলাম জিলা
কলেজ শাখা হতে অভিভাবক ২ টি পদে প্রার্থী হয়েছেন ৪ জন
মোঃ দুদু মিয়া, তজমুল আলী, মোঃ ফিরুজ আলী, হেলিম উল্যা,
সং রক্ষিত ১ টি পদে প্রার্থী হয়েছেন ২ জন রোকেয়া বেগম ও ঝিলমী রাণী পাল, মোট ৫ টি পদে ১১ জন প্রার্থী হয়েছেন। এ দিকে সুষ্ঠু নির্বাচনের লক্ষে অভিভাবকদের এক মত বিনিময় সভায় দেওয়ান বাজার উইনিয়নের সাবেক চেয়ারম্যান, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের বর্তমান কমিটির সভাপতি আ ফ ম শামিম
অত্র প্রতিস্টানের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং শিক্ষার পরিবেশ সু রক্ষায় দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এন্ড কলেজ গভর্ণিং বডির আসন্ন
দ্বি-বার্ষিক নির্বাচনে যোগ্য প্রার্থীদের নির্বাচিত করতে সকল অভিভাবকদের প্রতি আহবান জানান। পৃথক আরেকটি সভায় জেলা আওমীলীগ নেতা প্রাক্তন শিক্ষানুরাগী সদস্য এডভোকেট জুয়েল আহমদ প্রতিস্টানের ঐতিহ্য রক্ষা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ সহ সার্বিক উন্নতির লক্ষে যোগ্য প্রার্থীদের নির্বাচিত করতে সকল অভিভাবকদের প্রতি আহবান জানান।উল্লেখ্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাক্ষরিত গত ১ ফেব্রুয়ারি দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এন্ড কলেজ গভর্ণিং বডির দ্বি বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়।
ঘোষিত তফশিল অনুযায়ী প্রতিস্টানের অফিস চলাকালীন ৬ ফেব্রুয়ারি হতে ৮ ফেব্রুয়ারি ২০২০ ইং পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ ও দাখিল, ৯ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র বাছাই, ১০ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহার ২২ শে ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ ঘটিকা হতে ভোট গ্রহন বিকাল ৪ টা পর্যন্ত। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।

আরও পড়ুন:  সিলেটে অসহায়দের মাঝে এনআরবি ব্যাংকের খাদ্যসামগ্রী বিতরণ
সিলেটের বার্তা ডেস্ক


শেয়ার করুন/Share it
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১