সুতাং নদী: দূষণে ছাই হয়েছে পানি: বাংলাদেশ-ভারতের আন্ত: সীমান্তে অবস্থিত এই নদীটি। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে রয়েছে হবিগঞ্জ জেলা। ৮২ কিলোমিটারের দৈর্ঘ্য আর ৩৬ কিলোমিটারের গড় প্রস্ত নিয়ে বয়ে যাওয়া এই নদীটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ৮২নং নদীর তালিকায় এটি। এক সময়ের খরস্রোতা নদী আজ মুমূর্ষ অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। একদিকে নদীখেকোরা অপরদিকে শিল্পায়নের বর্জ্য তার স্বচ্ছ জলরাশিকে ছাইয়ে পরিণত করে তুলেছে।