নিজস্ব প্রতিবেদক:: সিলেট নগরীতে ইয়াবাসহ সুনামগঞ্জের ছাতকের এক যুবককে আটক করেছে মহানগর পুলিশ।
আটক যুবকের নাম মানিক মিয়া। তিনি ছাতকের গণেশপুর গ্রামের মৃত জবান আলীর ছেলে। বর্তমানে কানিশাইল এলাকায় জয়নুল মিয়ার কলোনির ভাড়াটিয়া।
শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা।
পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে এসআই পলাশ চন্দ্র দাশের নেতৃত্বে এয়ারপোর্ট থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে পূর্ব পীরমহল্লার লেচুবাগান কবরস্থানের সামনে থেকে তাকে আটক করে।
তার বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-৩১, তাং-২৭/০৯/২০২০খ্রিঃ) দায়ের করা হয়েছে।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত