মো. আজমল আলী:: সন্ধ্যার পরপরই নগরী যেনো ডুবে গেছে মধ্যরাতের গহীনে।
যান-জনবিহীন সিলেট নগরীতে মাস্ক মুখে মেয়র আরিফুল হক চৌধুরী।
সাথে স্থানীয় কাউন্সিলর। নয়াসড়ক, শাহী ঈদগাহ ও আশপাশের এলাকা।
মরণব্যাধি করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার ঠেকাতে সড়কে ছিটালেন কীটনাশক জীবানু।
আজ মঙ্গলবার রাতে মেয়রকে এভাবেই মাস্ক পরে সড়কে কর্মতৎপরতায় দেখা যায়।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত